শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক মন্দা ঠেকাতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে : ড. জাহিদ হেসেন

প্রিয়াংকা আচার্য্য : [২] চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে বিশিষ্ট এ অর্থনীতিবিদ জানান, আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে ২.৬ বিলিয়ন ডলার বা ২২ হাজার কোটি টাকা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। আমাদের ঋণ পরিশোধের রেকর্ড ভালো। অর্থের সঠিক ব্যবহার হলে আমরা বড় ধরনের কোন ক্ষতির মুখে পড়বো না।

[৩] ঢাকা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই ঢাকা হটস্পট হওয়া স্বত্ত্বেও এখানে লক ডাউন শিথিল করা হয়েছে। লোকজন আবার ধীরে ধীরে ঢাকায় আসা শুরু করেছে। এতে সংক্রমণের মাত্রা যদি বহগুণে বেড়ে যায় তাহলে তা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। ফলে অর্থনৈতিক কার্যক্রমও ব্যাহত হবে। সুতরাং স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি কঠোবভাবে মানা উচিত।

[৪] বলা হচ্ছে, সরকারের ঘোষণাকৃত প্রণোদনাটি ব্যাংক ও কাস্টমারের সম্পর্কের ওপর ভিত্তি করে দয়া হবে। এতে ব্যাংক কিন্তু রিস্কে থেকে যাচ্ছে। কারণ ঋণ ফেরত না পেলে ব্যাংক ঝুঁকিতে পড়বে। তাই ব্যাংক যারা সবল ব্যবসায়ী তাদেরকেই ঋণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

[৫] কিন্তু প্রণোদনা দেয়ার কথা যারা চলমান মন্দায় ব্যবসা রক্ষা করতে হিমশিম খাচ্ছে তাদের। সুতরাং এখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। ফলে সরকার ব্যবসা খাতে সহায়তায় প্রণোদনা দিলেও সমন্বয়হীনতার অভাবে তা কার্যকর ভূমিকা না রাখার আশংকা থেকে যায়।

[৬] আসন্ন বাজেট গতানুগতিকভাবে করলে হবে না। এবার স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কৃষিখাতের প্রয়োজন মেটাতে হবে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। কারণ জীবিকা নিয়ে যদি সংশয় থেকে যায় তাহলে মানুষ রাস্তায় নামবে। পাশাপাশি বিভিন্ন ধরনের নগর সহায়তা পৌঁছে দিতে হবে।

[৭] এরই সঙ্গে সন্তানদের দীর্ঘ সময় পর্যন্ত লেখাপড়ার বাইরে রাখা যাবে না। নয়তো তাদের ভবিষ্যৎ জীবনের ওপর বিশাল চাপ পড়ে যাবে। তাই সামাজিক দূরত্ব মেনে নতুনভাবে শিক্ষা প্রদানে প্রযুক্তির ব্যবহারে কি পরিমান খরচ পড়বে তা দেখতে হবে। আর বাজেটে আমাদের অবকাঠামোগত উন্নয়নে জোর দিতে হবে। সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়