শিরোনাম
◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেমডেসিভির উৎপাদনের খরচ কতো?

কল্লোল মোস্তফা : ১০ দিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রেমডেসিভির ইনজেকশন উৎপাদনের ন্যূনতম খরচ কতো হতে পারে তার একটি হিসেব করেছে জার্নাল অব ভাইরাস ইরাডিকেশান (ঔড়ঁৎহধষ ড়ভ ঠরৎঁং ঊৎধফরপধঃরড়হ)। ন্যূনতম খরচ হিসাব করার ক্ষেত্রে যেসব খরচের উপাদান আমলে নেয়া হয়েছে সেগুলো হলো- অ্যাক্টি ভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই)-এর মূল্য, এপিআইএর সাথে ব্যবহৃত ইনঅ্যাক্টিভ উপাদান(এক্সিপিয়েন্টস) এর মূল্য, প্রক্রিয়াকরণ (ফরমুলেশন)-এর খরচ, প্যাকেটজাতকরণের খরচ এবং মুনাফা।

 

যেহেতু রেমডেসিভির হেপাটাইটিস সি, ইবোলা-সহ অন্য রোগের ওষুধ হিসেবে তৈরি হয়েছিলো এবং করোনার জন্য আলাদা কোনো গবেষণা খরচ করতে হয়নি, ইতোমধ্যে আবিষ্কৃত ওষুধ স্রেফ পুনর্ব্যবহার করা হচ্ছে, সেহেতু রেমডেসিভির উৎপাদনের ন্যূনতম খরচে আলাদা করে গবেষণার খরচ ধরা হয়নি (আর বাংলাদেশের কোম্পানিগুলো যেহেতু স্রেফ কপি করছে, ফলে বাংলাদেশের ক্ষেত্রেও এই গবেষণার খরচটি প্রাসঙ্গিক নয়।) এখানে হিসাবটি দেয়া হলো :
রেমডেসিভির ইনজেকশান প্রথম দিনে দিতে ২০০ মিলিগ্রাম এবং দ্বিতীয় দিন থেকে দৈনিক ১০০ মিলিগ্রাম। ফলে ১০ দিনে রেমডেসিভির লাগবে ১ হাজার ১০০ মিলিগ্রাম বা ১.১ গ্রাম বা ০.০০১১ কেজি।

 

পণ্যের জাহাজিকরণ সম্পর্কিত অনলাইন ট্র্যাকিং ওয়েবসাইট চধহলরাধ থেকে নেয়া তথ্য অনুসারে রেমডেসিভির এর প্রতি কেজি এপিআই এর দাম ৪ হাজার ডলার। ফলে ১ হাজার ১০০ মিলিগ্রাম বা ০.০০১১ কেজি এপিআই এর দাম পড়ে ৪.৪ ডলার। এর সাথে ফরমুলেশান বা প্রকৃয়াজাত করণের খরচ, প্রক্রিয়াজাত করার সময় ২০ শতাংশ লস, ভায়ালের দাম য্ক্তু করলে খরচ দাড়ায় ৭.৪৮ ডলার।
এর সাথে পরিবহন খরচ ১০ শতাংশ, মুনাফা ১০ শতাংশ এবং মুনাফার উপর ২৭ শতাংশ কর ধরে জার্নাল অব ভাইরাস ইরাডিকেশান এর হিসেবে সর্বমোট খরচ দাঁড়ায় ৯ ডলার বা ৭৬৫ টাকা (১ ডলার = ৮৫ টাকা হিসেবে)। অথচ বাংলাদেশের বেসরকারি ঔষধ কোম্পানিগুলো প্রচার করছে, প্রতি ভায়াল ইনজেকশানের দাম ৫ থেকে ৬ হাজার টাকা হিসেবে ১০ দিনের চিকিৎসার জন্য নাকি ৬০ হাজার টাকার মতো খরচ করতে হবে! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়