শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ একাডেমিতে গ্রাউন্ডসম্যানের দায়িত্ব পালন আর উপহার বিতরণেই দিন পার করছেন পাইলট

স্পোর্টস ডেস্ক : [২] দেশের ক্রিকেট থেকে অবসরের পর কিছু দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমানে কোনো দায়িত্বে নেই সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তাই করোনার এই ছুটিতে নিজ গ্রামের বাড়িতে আছেন।

[৩] গত দুমাস ধরে রাজশাহীতেই আছেন তিনি। সকালে মাঠের পরিচর্যা আর বিকেলে অস্বচ্ছল ক্রীড়াবিদদের মাঝে ত্রাণ বিতরন করেই দিন কাটছে তার। সেখান থেকে মুঠোফোনে পাইলট বলেন, আমি এখন কোন দলের সঙ্গে জড়িত নেই। ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করানোর ইচ্ছেও নেই। তাই করোনার এই সময়টা নিজের শহর আছি। এখানে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আমার একাডেমির মাঠে পানি দিচ্ছি। ঘাস কাটি এক কথায় গ্রাউন্ডসম্যানের কাজটাই করছি। এই মাঠটা এখন মনের মতো সুবজ হয়ে গেছে। খেলা নেই উইকেটগুলো বিশ্রাম পাচ্ছে। মানবজমিন

[৪] দুপুর ২ টার পর থেকে রাজশাহীর অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাবার উপহার প্যাকেট করে বিতরণ করি। এর মধ্যে ৬০ জন ক্রিকেটার ও ৪০ জন ফুটবলারকে আমাদের উপহার পৌছে দিয়েছি।’

[৫] তিনি বলেন, ‘আমরা যারা রাজশাহীর হয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খেলি তারা সবাই মিলে একটা তহবিল করেছি। আমরা প্রথম ঠিক করেছিলাম শুধু ক্রিকেটারদের সহায়তা করবো। কিন্তু পরে দেখলাম এখানে এমন অনেক ফুটবল, হকির খেলোয়াড়ও আছেন যাদের অবস্থা খুব একটা ভালো না। তবে আমরা এটাকে কোন ভাবে ত্রাণ বলছি না। বলছি উপহার, যা দিয়ে তারা রমজান মাসটা ভালো ভাবে চলতে পারে। সেই সঙ্গে তাদের আত্মসম্মান বজায় রাখার দিকটাও খেয়াল করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়