ইসমাঈল আযহার: [২] দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ১৪ বছরের অবরোধ আরোপের ভেতরই উপত্যকাটিতে হানা দেয় করোনাভাইরাস। এর ফলে উপত্যকাটির বাসিন্দারা প্রয়োজনীয় ওষুধ ও খাবারের তীব্র সংকটের মুখে পড়েছে। কুদস নিউজ
[৩] ফিলিস্তিন, আন্তর্জাতিক কর্মী ও ফিলিস্তিনিদের সমর্থকরা #EndGazaBlockade হ্যাশট্যাগ ব্যবহার করে মার্কিন কংগ্রেস প্রতিনিধিদেরকে ২ মিলিয়ন মানুষের মানবিক দিককে প্রভাবিত করা ইসরাইলি অবরোধ তুলে নিতে চাপ প্রয়োগের জোর দাবি জানিয়েছে।
[৪] নেতাকর্মীরা মার্কিন কংগ্রেস প্রতিনিধিদেরকে গাজায় আকাশপথ, স্থল ও সমুদ্রপথের ওপর আরোপিত দীর্ঘ অবরোধ তুলে নিতে ইসরাইলকে চাপ দিতে আহ্বান জানিয়েছেন।
[৫] নেতাকর্মীরা জানিয়েছেন, অবশেষে মার্কিন কংগ্রেস গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চাপিয়ে দেওয়া ভয়াবহ অবরোধ তুলে নিতে পুরোপুরি ভূমিকা নিতে যাচ্ছে।