আরিফ হোসেন: [২] বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্ষতির তালিকা সেখানে দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্রে আবারো একদিনেই আড়াই হাজারের মতো মানুষ মারা গেলো। প্রতিদিন সংক্রমিত হচ্ছে অনেক। ট্রাম্প প্রশাসনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ হতে পারে আগামী জুন মাসে। নিউজ২৪
[৩] গড়ে প্রতিদিন ৩ হাজার মানুষ মারা যেতে পারে। করোনা মহামারিতে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় করোনা মহামারিকে যুক্তরাষ্ট্রের ওপর পার্ল হারবারের চেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[৪] দোষের তীর বরাবরের মতো ছুড়েছেন চীনের উপর। এমনকি মহামারির জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। করোনা মোকাবিলায় গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্স ভেঙে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
[৫] টাস্ক ফোর্স তাদের কাজ চালিয়ে যাবে। এদিকে করোনায় বিধ্বস্ত বৃটেনও। একদিনে আবারো ৬শর বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো দেশটিতে।
[৬] মহামারির নতুন কেন্দ্র ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। নতুন করে মারা গেছে আরো ৬শ ৫০ জনের বেশি মানুষ।
[৭] রাশিয়াতে আবারো নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ১০ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে টানা চতুর্থদিন ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হল।
[৮] তবে ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের বাকি দেশগুলোতে, নতুন সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন কমতে শুরু করেছে।
[৯] জার্মানিতে করোনা মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে জানিয়ে, দ্বিতীয় দফায় বিধি শিথিলের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
[১০] সংকট তিব্র হচ্ছে এশিয়াতে, ভারতে লকডাউন জারি সত্ত্বেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। ভারতে একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি। মৃত্যু ৮৯ জন। দেশটিতে করোনা সংক্রমণ আর মৃত্যুর হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে।
[১১] পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বাড়ছে করোনার প্রকোপ।