শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মাথা চাড়া দিয়ে উঠতে পারে অপরাধীরা

রাজু আলাউদ্দিন : [২] করোনার প্রভাবে বন্ধ সবকিছু। কমেছে অপরাধ প্রবণতাও। তবে বর্তমান সময়ের বাস্তবতায় দারিদ্র্যের কারণে অনেকে অপরাধে জড়াতে পারে- এমন আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকরা। এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও। তবে যেকোনো ধরণের অপরাধ ঠেকাতে তৎপরতা অব্যাহত আছে বলে জানান তারা।

[৩] করোনার কারণে সাধারণ ছুটিতে ফাঁকা রাজধানী। রাস্তায় নেই তেমন যানবাহন, বন্ধ রয়েছে দোকান, মার্কেটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান।

[৪] বিশেষজ্ঞরা বলছেন, এ সময়টাতে অপরাধ সংঘটনের সুযোগ কম থাকলেও পেশাদার অপরাধীদের সঞ্চয় শেষ হয়ে আসলে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে তারা। এছাড়া দারিদ্র্যের কারণেও চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়াতে পারেন অনেকে।

[৫] বিশ্লেষকরা বলছেন, জনমানুষের ভিড়ে যেসব অপরাধী প্রচলিত অপরাধ করতো তারা এখন কার্যত বেকার। অপরাধের ধরণ পাল্টানোর আশঙ্কা রয়েছে তাদেরও।

[৬] সমাজ ও অপরাধ গবেষক তৌহিদুল হক বলেন, অপরাধীদের যখন সঞ্চয় শেষ হয়ে যাবে, তখন তারা আবার বিভিন্ন অপরাধে যুক্ত হবে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বলছে, ফাঁকা ঢাকার আনাচে কানাচে চোখ রাখছেন তারা। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে , সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও মোবাইল টহল ।

[৭] উত্তরা ডিসি নাবিদ কামাল বলেন, আমাদের চেক পোস্টের সংখ্যা আগে থেকে এখন আরো বাড়ানো হয়েছে। আগে হয়তো মোবাইল পেট্রোলগুলো বেশি এলাকা পারতো না রাস্তার কারণে, এখন সেটা করতে পারছে।
[৮] অপরাধীদের যে কোনো ধরণের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়