শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে করোনা জয়ী পাঁচ স্বাস্থ্যকর্মী বাড়ি ফিরেছেন

আজহারুল হক, ময়মনসিংহ : [২] চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পাঁচ স্বাস্থ্যকর্মী টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়া রোগীদের পরিবারগুলোর মাঝে এখন আলো ঝলমলে হাসি।

[৩] বুধবার ৫ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার পারভিন বেগম, শোভা চৌধুরী, জাকির হোসাইন, সিনিয়ির ষ্টাফ নার্স তাছলিমা খাতুন, অফিস সহকারী সিরাজুল ইসলাম ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।

[৪] দুপুর আড়াইটার নাগাদ ওই পাঁচ স্বাস্থ্যকর্মীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর ফুল দিয়ে শুভেচ্ছা বিদায় জানানো হয়। এ নিয়ে গফরগাঁও উপজেলায় করোনা আক্রান্ত ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

[৫] গফরগাঁও উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। তার মধ্যে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়, উপসহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার, সিএইচসিপি, ষ্টাফসহ ১৩ জন। এর আগে প্রথম করোনা শনাক্ত লিলি বেগম (৬১) ও একজন ডাক্তার সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পারভিন বেগম, শোভা চৌধুরী, জাকির হোসাইন গত ১৫ এপ্রিল এবং সিনিয়ির ষ্টাফ নার্স তাছলিমা খাতুন, অফিস সহকারী সিরাজুল ইসলাম গত ১৬ এপ্রিল করোনা পজেটিভ শনাক্ত হয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আইসোলেশান বিভাগে ভর্তি হয়েছিলেন।

[৫] উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান মানিক সত্যতা নিশ্চিত করে বলেন, ফলোআপ নমুনা পরীক্ষায় পরপর দুইবার তাদের নেগেটিভ ফল আসে। এতে করোনা শনাক্ত না হওয়ায় শতভাগ নিশ্চিত হয়েই তাদের ছাড়পত্র দেওয়া হয় । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়