সাইফুল্লাহ মাহমুদ দুলাল : বাংলাদেশে বাটা জুতা জনপ্রিয় এবং অত্যন্ত সুপরিচিত। কানাডার এই কোম্পানি ১৯৭১ সালে দুই ভাবে ভুমিকা রেখেছে। প্রথমত বাটার মালিক টমাস জন বাটা মুক্তিযুদ্ধে সাহায্য করেন এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করেছেন, দ্বিতীয়ত বাটা স্যু কোম্পানি (পাকিস্তান) লি.এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডব্লিউ-এএস ওডারল্যান্ড মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তিনিই একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা, যিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তার জন্ম নেদারল্যান্ডে, থাকেন অস্ট্রেলিয়ায় আর কানাডার কোম্পানির পক্ষে চাকরি করতেন পাকিস্থান। তাকে নিয়ে আমিও বিটিভিতে নাটক লিখেছি, তা ২০০১ সালের ২ জুন প্রচারিত হয় এবং তার নামে ঢাকায় একটি সড়ক দাবি করলে পরে ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি গুলশান-২-এর ৮৪ নম্বর সড়টির নামকরণ করা হয়।তৃতীয়ত বাংলাদেশের মুক্তিবাহিনির জন্য ওডারল্যান্ড ৩০ হাজার জোড়া জুতা তৈরি ও সরবরাহ করেছিলেন, তার নমুনাও আছে। টমাস জে বাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান জানাতে কানাডার টরেন্টোতে ‘বাটা স্যু মিউজিয়ামে’ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য বাটা নির্মিত দু’জোড়া জুতাও নমুনা রেখেছেন। আমাদের মুক্তিযুদ্ধের এরকম অনেক ছোট ছোট টুকরো টুকরো ইতিহাস পাবেন- ‘কানাডায় ১৯৭১’ শীর্ষক গ্রন্থে। ফেসবুক থেকে