মিজানুর রহমান মিলন : করোনা ভাইরাস ইস্যুতে আমাদের কি করা উচিত এখনো মনে হয় সবাই আমরা এক কাতারে আসিনি। একই সরলরেখায় আসার সময়ও আসেনি। কেউ লকডাউনের পক্ষে লিখতেছেন তো আর একজন বিপক্ষে লিখতেছেন। দুইটাই গ্রহণযোগ্য। কিন্তু এক সঙ্গে তো দুইটাই সমাধান হতে পারে না। আসলে আমরা করোনা নিয়ে প্যারাডক্সিক্যালে পড়ে গেছি। একদিকে খাওয়ার সমস্যা। মানুষকে তো খেতে হবে। উপার্জন করতে হবে। অন্যদিকে করোনার সমস্যা। আর লকডাউন যে পুরোপুরি হচ্ছে তা নয়। হওয়ার উপায় নাই। বাংলাদেশে লকডাউন বলতে গণপরিবহন বন্ধ এবং চাকরিজীবীরা ছুটি ভোগ করছে (সবাই নয়)। তবে আমাদের সামর্থ্যরে কথাও ভাবতে হবে ইউরোপ, আমেরিকার মতো উন্নত আমরা নই এবং তারাও যে লকডাউন পুরোপুরি কার্যকর করতে পারছে তা নয়।
তবে বাজারে, রাস্তা-ঘাটে মানুষ এখনো গিজগিজ করার পরেও এবং বিভিন্ন অনিয়মের পরেও বাংলাদেশে কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। হয়তো ওদের মতো আর হবেও না। আমার ধারণা খুব বেশি হলে ঈদ পর্যন্ত এভাবে চলতে পারে। ইতোমধ্যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন কারখানা খুলে দেওয়া হচ্ছে। না দিয়ে উপায় নেই। দীর্ঘকাল এভাবে চলতে পারে না। স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক/সামাজিক যাই বলেন সে দূরত্ব বজায় রেখে আমাদের অর্থনীতির চাকা এবং জীবন ও কর্ম সবই আগের মতই চলমান থাকতে হবে। ফেসবুক থেকে