শিরোনাম
◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে!

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৫ মে, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শসা ক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষে নিহত ১

রাজু আলাউদ্দিন : [২] নেত্রকোনার পুর্বধলা উপজেলায় শসা ক্ষেতে গরু প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

[৩] সোমবার দুপুরে পুর্বধলা উপজেলার বারহা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষরই ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

[৪] পুলিশসূত্রে জানা গেছে, সকালে মঞ্জুরুল হকের শসার ক্ষেতে পার্শ্ববর্তী ফজল মিয়ার গরু প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জমির মালিক মঞ্জুরুল হকের ভাতিজা আবুল বাশার (৩৫) কে ময়মনসিংহ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] স্থানীয়রা জানান, সোমবার সকালে নিহত বাশারের চাচা মঞ্জুরুল হকের শসা ক্ষেত নষ্ট করতে থাকে ফজল মিয়া গ্রুপের নওয়াব আলীর গরু। বিষয়টি দেখে মঞ্জুরুল হক গরুটিকে নওয়াব আলীর বাড়িতে বেঁধে রেখে চলে আসেন। এর কিছুক্ষণ পরে নওয়াব আলীর ছেলেরা গরু কেন বাড়িতে বেঁধে রাখা হয়েছে জানতে চাইলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।

[৬] এদিকে নিহতের খবর পেয়ে গরুর মালিকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় নিহতের স্বজনরা। এতে নওয়াব আলী ও তার ভাই এয়াকুব আলীর বাড়ি-ঘর ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করে এবং ওই বাড়ি থেকে ২২টি গরু নিয়ে আসে বলে অভিযোগ করে নিহতের স্বজনদের বিরুদ্ধে। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়