বিডি প্রতিদিন : [২] ব্রিটেনের বিমানবন্দরগুলোতে শারীরিকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব বলে সর্তক করেছেন হিথ্রো বিমানবন্দরের পরিচালক জন হল্যান্ড কী। তিনি বলেন, বিমানসহ কোন ধরনের গণপরিবহনে সামাজিক দূরত্ব কাজ করবে না।
[৩] তবে ইউরোপের এই ব্যস্ততম বিমানবন্দরের প্রধান নির্বাহী বলেন, বিমানবন্দরগুলোকে হেলথ স্ক্রিনিং চালু এবং যাত্রীদের মুখোশ পড়ার ব্যবস্থা চালু করতে হবে। তবে জিএমবি ইউনিয়ন জানিয়েছে, বিমানবন্দরকে কর্মী ও যাত্রীদের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব কার্যকর করতে হবে।
[৪] ইউনিয়ন যে সকল দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে সে সকল দেশের যাত্রীদের নিয়ে তারা উদ্বিগ্ন। গত দুই সপ্তাহে হিথ্রোতে কর্মরত তিন জিএসবি সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।