শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে, করোনা ঝুঁকি নিয়ে আজও কর্মস্থলমূখী মানুষের ঢল!

কামাল হোসেন : [২] গণ-পরিবহন বন্ধ থাকালেও চাকুরী হারানোর ভয় ও জীবিকার তাগিদে কর্মস্থলগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ব্যাটারি চালিত অটোবাইক, মোটরসাইকেল ও মাহেন্দ্রযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকার গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্নস্থানে যাচ্ছে। তবে ঘাট এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে তেমন কোন তৎপরতা দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

[৩] বিভিন্ন অঞ্চল থেকে কর্মস্থলমূখী যাত্রীরা জানায়, গার্মেন্টেস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস দিয়েছেন এবং সময়মত কাজে যোগদান না করলে চাকুরীচুত্য করা হবে বলে জানিয়েছেন। এজন্য করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকি রয়েছে জেনেও তারা চাকুরী বাঁচাতে ঢাকায় ফিরছেন।

[৪] ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমন রোধে শুধুমাত্র এ্যাম্বুলেন্স ও জরুরী পন্যবাহি যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে সীমিত আকারে ৫টি ফেরি সচল রাখা হয়েছে। যাত্রী পারাপার বন্ধ থাকলেও কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না । এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি আরোও বেড়েই যাচ্ছে। গত ২৬ এপ্রিল ২জন ও ৩০ এপ্রিল ৩জন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সংস্থাটিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

[৫] বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি মুঠোফোনে আমাদেরনতুনসময় প্রতিনিধিকে জানান, যাত্রী পারাপারের ব্যপারে আমি কিছু বলতে পারবো না আমাদের কাজ গাড়ি পার করা আমরা সেটাই করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়