শিরোনাম
◈ পাখির চোখ ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বে জোর বিএনপি'র ◈ জলবায়ু সংকটে অস্তিত্বের সীমানায় দক্ষিণ এশিয়া—অসহযোগ নয়, বাঁচাতে হলে এখনই আঞ্চলিক ঐক্য ও যৌথ অভিযোজন জরুরি ◈ বিদেশি মিডিয়া যা বলছে ভারতীয় হাইকমিশনারকে তলব করা নিয়ে ◈ ১৪ মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের ৫৬,১৮৭ দোসর, ৭০ ভাগই জামিনে মুক্ত! ◈ অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ ◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে, করোনা ঝুঁকি নিয়ে আজও কর্মস্থলমূখী মানুষের ঢল!

কামাল হোসেন : [২] গণ-পরিবহন বন্ধ থাকালেও চাকুরী হারানোর ভয় ও জীবিকার তাগিদে কর্মস্থলগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ব্যাটারি চালিত অটোবাইক, মোটরসাইকেল ও মাহেন্দ্রযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকার গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্নস্থানে যাচ্ছে। তবে ঘাট এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে তেমন কোন তৎপরতা দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

[৩] বিভিন্ন অঞ্চল থেকে কর্মস্থলমূখী যাত্রীরা জানায়, গার্মেন্টেস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস দিয়েছেন এবং সময়মত কাজে যোগদান না করলে চাকুরীচুত্য করা হবে বলে জানিয়েছেন। এজন্য করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকি রয়েছে জেনেও তারা চাকুরী বাঁচাতে ঢাকায় ফিরছেন।

[৪] ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমন রোধে শুধুমাত্র এ্যাম্বুলেন্স ও জরুরী পন্যবাহি যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে সীমিত আকারে ৫টি ফেরি সচল রাখা হয়েছে। যাত্রী পারাপার বন্ধ থাকলেও কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না । এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি আরোও বেড়েই যাচ্ছে। গত ২৬ এপ্রিল ২জন ও ৩০ এপ্রিল ৩জন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সংস্থাটিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

[৫] বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি মুঠোফোনে আমাদেরনতুনসময় প্রতিনিধিকে জানান, যাত্রী পারাপারের ব্যপারে আমি কিছু বলতে পারবো না আমাদের কাজ গাড়ি পার করা আমরা সেটাই করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়