ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে সরকারের বরাদ্দ পেল ২৬৫ জন চা শ্রমিক। বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রনবাগ টি স্টেট লিমিটেড ও বিভিন্ন চা বাগানের ২৬৫ জন চা শ্রমিকদের বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ শ্রমিকদের হাতে তুলে দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
[৩] এসময় প্রত্যেক শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ১৩,২৫০০০ টাকার চেক প্রদান করা হয়। বরাদ্দ প্রদানের সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন,বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ সরকারসহ আরো অনেকে।