কূটনৈতিক প্রতিবেদক: [২] গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১০জন বাংলাদেশির।
[৩] তারা হলেন, আলী হোসেন ব্যাপারী (৮৪), বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), মোহাম্মদ মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), লোকনাথ সাহা (৫৬), মোহাম্মদ এবায়েদ উল্ল্যাহ (৮২) কামরুল বাশার জামি ও মওলানা মোহাম্মদ ইউসুফ (৬০)।
[৪] দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হওয়া রোগীর সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে বলে প্রথম আলো তাদের প্রতিবেদনে জানায়।