শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ ২ সহদর নিহত, আহত-৮

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজারের অদূরে ঢাকা -বগুড়া জাতীয় মহাসড়কে । হতাহতরা সবাই নওগাঁ এলাকার বাসিন্দা।

[৩] নিহতরা হচ্ছেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলাবাজার গ্রামের মৃত সোলাইমান হোসেনের দুই পুত্র মোশারফ হোসেন (৪৫) ও তার ছোট ভাই আবু হানিফ (৪০)। নিহত দুই সগদর চট্টগ্রাম জেলার রাংগুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকায় মৌসুমের ধানকাটার কাজ করার জন্য বাড়ি ফিরছিলেন তারা ।

[৪] আহতদের মধ্য বেশ কয়েকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

[৫] শেরপুর ফায়ার সার্ভিস এর একটি দায়িত্বশীল সূত্রে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক পোনে ৭টার দিকে বগুড়ার সীমানা শেরপুর উপজেলার শেরুয়া বটতলা পৌঁছলে বিপরীতমুখী আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই মোশারাফ হোসেন মারা যান।

[৬] এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়