শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ ২ সহদর নিহত, আহত-৮

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজারের অদূরে ঢাকা -বগুড়া জাতীয় মহাসড়কে । হতাহতরা সবাই নওগাঁ এলাকার বাসিন্দা।

[৩] নিহতরা হচ্ছেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলাবাজার গ্রামের মৃত সোলাইমান হোসেনের দুই পুত্র মোশারফ হোসেন (৪৫) ও তার ছোট ভাই আবু হানিফ (৪০)। নিহত দুই সগদর চট্টগ্রাম জেলার রাংগুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকায় মৌসুমের ধানকাটার কাজ করার জন্য বাড়ি ফিরছিলেন তারা ।

[৪] আহতদের মধ্য বেশ কয়েকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

[৫] শেরপুর ফায়ার সার্ভিস এর একটি দায়িত্বশীল সূত্রে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক পোনে ৭টার দিকে বগুড়ার সীমানা শেরপুর উপজেলার শেরুয়া বটতলা পৌঁছলে বিপরীতমুখী আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই মোশারাফ হোসেন মারা যান।

[৬] এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়