শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ ২ সহদর নিহত, আহত-৮

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজারের অদূরে ঢাকা -বগুড়া জাতীয় মহাসড়কে । হতাহতরা সবাই নওগাঁ এলাকার বাসিন্দা।

[৩] নিহতরা হচ্ছেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলাবাজার গ্রামের মৃত সোলাইমান হোসেনের দুই পুত্র মোশারফ হোসেন (৪৫) ও তার ছোট ভাই আবু হানিফ (৪০)। নিহত দুই সগদর চট্টগ্রাম জেলার রাংগুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকায় মৌসুমের ধানকাটার কাজ করার জন্য বাড়ি ফিরছিলেন তারা ।

[৪] আহতদের মধ্য বেশ কয়েকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

[৫] শেরপুর ফায়ার সার্ভিস এর একটি দায়িত্বশীল সূত্রে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক পোনে ৭টার দিকে বগুড়ার সীমানা শেরপুর উপজেলার শেরুয়া বটতলা পৌঁছলে বিপরীতমুখী আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই মোশারাফ হোসেন মারা যান।

[৬] এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়