শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন উপেক্ষা করে বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তায় যুবক, করতে হলো কান ধরে উঠবস (ভিডিও)

ইয়াসিন আরাফাত : [২] লকডাউন চলাকালীন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরের ফাঁকা রাস্তায় অভিজাত পোরশে গাড়িতে চড়ে হাওয়া খেতে বের হয়েছিলেন এক ব্যবসায়ী-পুত্র। কিন্তু তার এই অভিযান যে ব্যুমেরাং হয়ে ফিরবে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি তিনি। লকডাউন ভাঙার অভিযোগে রীতিমতো কান ধরে উঠবোস করানো হয়েছে সেই যুবককে। এনডি টিভি, হিন্দুস্তান টাইমস

[৩] জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক না পরে লকডাউন ভেঙে বিলাসবহুল সেই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন সেই যুবক। ফলে তাকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। নেট দুনিয়ায় বেশ ভাইরাল এখন সেই ভিডিও।

[৪] অনুরাগ দোয়ারির পোস্ট করা সেই টুইটার ভিডিওতে স্পষ্ট ভাবে তাকে শাস্তি পেতে দেখা যায়। ভিডিওতে দেখা গিয়েছে, ২ আসনের হলুদ ওই পোরশে গাড়ি আটকাচ্ছেন কালো পোষাকধারী নিরাপত্তা পরিষদের কয়েকজন কর্মী। সেই যুবকের থেকে গাড়ির কাগজ দেখতে চান তারা। কাগজ নিয়ে গাড়ির বাইরে এসে ওই নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথাও বলতে দেখা যায় সেই যুবককে।


[৫] সেই কথার ফাকেই নিরাপত্তা পরিষদের এক কর্মী তার দিকে লাঠি উঁচিয়ে আসেন। এবং লাঠি উঁচিয়ে তাকে উঠবোস করার নির্দেশ দেন। সেই আদেশ মেনে লাঠির ডগার মুখেই কান ধরে উঠবোস করে সেই যুবক। যদিও সেই ব্যবসায়ীর পরিবার দাবি করেছে, তাদের ছেলের কাছে কার্ফু পাস ছিল। তারপরেও সেই যুবকের সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে।

[৬] ইন্দোর শহরের বহুল প্রচলিত বিপণী আশা কনফেকশনার্সের মালিক ওই যুবকের বাবা। জানা গেছে, সাধারণ নাগরিক হয়ে তার ছেলের বিরুদ্ধে ট্রাফিক আইন লাগু করার জন্য সেই নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যবসায়ী।

[৭] লকডাউনে শহরে নিরাপত্তার বহর বাড়াতে মধ্যপ্রদেশ সরকার এই নিরাপত্তা পরিষদ গঠন করেছে। পুলিশ, সেনা ও আধাসেনার অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হয়েছে এই পরিষদে। স্বেচ্ছায় এই সেবা দিচ্ছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়