শিরোনাম
◈ একটা গুলি আমাগো জীবন তছনছ কইরা দিলো, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরমানের ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায় ◈ গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়? ◈ আমি নিজেও সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না: ইশরাক ◈ ‌লিও‌নেল মে‌সি সর্বকালের সেরা ফুটবলার, তালিকায় সেরা দশে আছেন যারা ◈ তিনজনকে থানা থেকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি ◈ চেন্নাইর বিরু‌দ্ধে জয় দি‌য়ে আই‌পিএল শেষ কর‌লো  রাজস্থান ◈ বাংলাদেশে মামলা, গ্রেপ্তার ও জামিন : এ কি আইনের শাসন? ◈ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: আকার কমছে, কর কাঠামোয় পরিবর্তন ◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাবঅল্টার্ন স্টাডিজের দার্শনিক গায়ত্রী চক্রবর্ত্তী স্পিভাকের সময় কাটছে কোয়ারেন্টাইনে বিজ্ঞানী নিউটন কিভাবে সময় কাটিয়েছিলেন সেসব জেনে

দেবদুলাল মুন্না:[২] যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভারতীয় বাঙালী বংশোদ্ভুত গায়ত্রীর কাছে গত শনিবার‘পেন রাইটার্স ডটনেট’ এক সাক্ষাৎকারে কোয়ারেন্টানে কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে তিনি একথা বলেন।

[৩]তিনি এখন ‘ডায়েরি অব ডার্ক টাইম’ বইটি পড়ছেন।তিনি জানান, এ বইতে আইজ্যাক নিউটনের কথা রয়েছে।১৬৬৫-৬৬ সালে উত্তর ইংল্যান্ডে প্লেগ ছড়িয়ে পড়েছিল। সেই মহামারির সময় আইজ্যাক নিউটনও নিজেকে রেখেছিলেন সেলফ-কোয়ারেন্টাইনে।

[৪]নিউটনের বয়স তখন ২৩। ক্যামব্রিজের ছাত্র ছিলেন। মহামারি আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়ায় দীর্ঘ ১৮ মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে।মহামারির সময়টা ছিল নিউটনের জন্য আবিষ্কারের বছর। ক্যালকুলাস, অপটিকস এবং গ্র্যাভিটি আবিষ্কারের বছর ছিল সেটা।

[৫]বেডরুমের জানালার শাটারে নিউটন একটি ছিদ্র করেন। ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকছিল ঘরে। সেই আলোর সামনে তিনি একটি প্রিজম ধরেন। খেয়াল করেন ত্রিভুজাকার প্রিজমের মধ্য দিয়ে যাওয়া আলোর বিক্ষেপণের মাধ্যমে দৃশ্যমান বর্ণালির সৃষ্টি হয়েছে। এই বিষয়টিই জনপ্রিয় ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড তাদের একটি অ্যালবামের কভারে দিয়েছিল।

[৬] জানালা দিয়ে তার বাগানের আপেল গাছ দেখা যেত। ঘরে বসে নিউটন গাছ থেকে টুপটাপ আপেল পড়া দেখতেন তিনি। আপেলটি কেন মাটিতে পড়ল এই নিয়ে চিন্তা-ভাবনা করেই তিনি গ্র্যাভিটি সম্পর্কে ধারণা লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়