শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ট্রাক ড্রাইভারের মৃত্যু করোনা সন্দেহ কাছে যায়নি কেউ

চৌগাছা প্রতিনিধি : [২] জেলার চৌগাছায় শনিবার বিকেলে খলিলুর রহমান (৩৫) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। খলিলুর পিরোজপুরের মটবাড়িয়ার মৃত মকছেদ আলীর ছেলে। তিনি শহরের ভাস্কর্য মোড় এলাকায় বৃদ্ধ মাকে নিয়ে ব্যবসায়ী কামাল হোসেনের বাসায় ভাড়া থেকে ট্রাক চালত।

[৩] নিহতের বৃদ্ধ মা সালেহা বেগম ছাড়া লাশের কাছে কেউ ছিলোনা। সালেহা বেগম জানান, শুক্রবার রাত থেকে শাসকষ্ট হচ্ছিলো তার ছেলের যে কারনে রাতে সে কোনো খাবারও খায়নি। শনিবার সকাল থেকে খলিল কয়েকবার বমি ও পাতলা পায়খানা করেছে। বিকেলে তার মৃত্যু হয়।

[৪] এলাকার অনেই জানিয়েছে খলিল স্প্রিটসহ বিভিন্ন প্রকারের মাদক সেবন করত।

[৫] চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে একজন অফিসার সেখানে পাঠানো হয়েছে।

[৬] চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ঠিক কি কারনে মৃত্যু পরীক্ষা ছাড়া কিছু বলা যাবেনা। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।

[৭] পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন, ঘটনা শুনে লাশের কাছে এসেছি। করোনা টেষ্ট ছাড়া বলা যাবেনা কি কারনে তার মৃত্যু হয়েছে। যেহেতু এখন করোনা প্রাদূর্ভাব চলছে সে কারনে সরকারি নির্দেশনা মেনেই লাশের দাফন কাজ সম্পন্ন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়