শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ট্রাক ড্রাইভারের মৃত্যু করোনা সন্দেহ কাছে যায়নি কেউ

চৌগাছা প্রতিনিধি : [২] জেলার চৌগাছায় শনিবার বিকেলে খলিলুর রহমান (৩৫) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। খলিলুর পিরোজপুরের মটবাড়িয়ার মৃত মকছেদ আলীর ছেলে। তিনি শহরের ভাস্কর্য মোড় এলাকায় বৃদ্ধ মাকে নিয়ে ব্যবসায়ী কামাল হোসেনের বাসায় ভাড়া থেকে ট্রাক চালত।

[৩] নিহতের বৃদ্ধ মা সালেহা বেগম ছাড়া লাশের কাছে কেউ ছিলোনা। সালেহা বেগম জানান, শুক্রবার রাত থেকে শাসকষ্ট হচ্ছিলো তার ছেলের যে কারনে রাতে সে কোনো খাবারও খায়নি। শনিবার সকাল থেকে খলিল কয়েকবার বমি ও পাতলা পায়খানা করেছে। বিকেলে তার মৃত্যু হয়।

[৪] এলাকার অনেই জানিয়েছে খলিল স্প্রিটসহ বিভিন্ন প্রকারের মাদক সেবন করত।

[৫] চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে একজন অফিসার সেখানে পাঠানো হয়েছে।

[৬] চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ঠিক কি কারনে মৃত্যু পরীক্ষা ছাড়া কিছু বলা যাবেনা। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।

[৭] পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন, ঘটনা শুনে লাশের কাছে এসেছি। করোনা টেষ্ট ছাড়া বলা যাবেনা কি কারনে তার মৃত্যু হয়েছে। যেহেতু এখন করোনা প্রাদূর্ভাব চলছে সে কারনে সরকারি নির্দেশনা মেনেই লাশের দাফন কাজ সম্পন্ন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়