ইয়াসিন আরাফাত : [২] গত ২৪ ঘণ্টায় ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪ হাজার ১১৪ জনে। ওয়ার্ল্ডোমিটার
[৩] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ইতালিতে নতুন করে আরও ২ হাজার ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ২২৮ জনে।
[৪] নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। মৃতের হারও আগের চেয়ে কম। করোনা ঠেকাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতালিয়া
[৫] তিনি আরও জানান, চিকিৎসকদের নিরলস চেষ্টায় গত একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮২২ জন। এখন পর্যন্ত সুস্থতার সংখ্যা ৪৮ হাজার ৮৭৭ জন। আমরা আশাবাদী খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইতালি।
[৬] বোরেল্লি জানান, করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে। ইউরো নিউজ