শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে ত্রানের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দরিদ্র নিম্নআয়ের পরিবারের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি : [২] সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তারা এ বিক্ষোভ করে।

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১নং চেহেলগাজী ইউনিয়নের ৩নং ও ৫নং ওয়ার্ডের অসহায় ও নৃ-গোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো ত্রানের দাবিতে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতির সামনে (দিনাজপুর দশমাইল মহাসড়ক) ও রামডুবি সড়ক অবরোধ করে কয়েক’শ পরিবার।

[৩] এসময় তারা ত্রানের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহন গুলি আটকে পড়ে। বিক্ষোভ নৃ-গোষ্ঠির পরিবারগুলোর দাবি,সরকারী ও ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সহায়তা তারা পায়নি। তারা আরো বলেন, ইউপি সদস্য তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডি’র ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তার পরে তাদের সাথে আর কোন প্রকার যোগাযোগ করা হয়নি।

[৪] ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল বলেন,আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম।আমার ওয়ার্ডে সাড়ে ৪হাজার ভোটার তার পরিবর্তে আমি পেয়েছি কয়েক’শ প্যাকেট যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব।

[৫] সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সরকার সকলের জন্য ত্রান ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রান পৌছে দেওয়া হবে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।। এসময় তার সাথে ছিলেন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়