মাসুদ আলম : [২] রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন রাফি ফিলিং স্টেশনের সামনের সড়কে এ অভিযান চালায় র্যাব-১১। এসময় চালক টিপু মুন্সী ও হেলপার নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
[৩] র্যাব জানায়, কাভার্ডভ্যান প্লাস্টিকের খালি ক্যারেড বোঝাই করে ঢাকা যাচ্ছিল। কাভার্ডভ্যানের ভেতর রক্ষিত ৭৪০টি খালি ক্যারেডের মধ্যে ৩টি ক্যারেডের পিছনের অংশের পাইপে বিশেষ ছিদ্র করে তার ভিতরে ইয়াবা লুকিয়ে কাঁদা দিয়ে তা পুনরায় ভরাট করে রাখে।
[৪] টিপু মুন্সী ও হেলপার মো. নাঈম মুন্সী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় কক্সবাজার থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর।