সিরাজুল ইসলাম: [২] এ ভাইরাসের মহামারীর কারণে এ মহাদেশের প্রায় তিন কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে আশঙ্কা করছেন জাতিসংঘের কর্মকর্তারা। বিবিসি
[৩] গত সপ্তাহে আফ্রিকায় এ ভাইরাসের ব্যাপক সংক্রমণ হয়। এরপর সেখানকার প্রায় ১৩০ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বিশেষ অর্থনৈতিক কমিশন মহাদেশটির জন্য একশ’ কোটি ডলারের নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
[৪] আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারী মোকাবেলায় তাদের যথেষ্ট ভেন্টিলেটরও নেই।
[৫] আফ্রিকার জনগোষ্ঠীর শহুরে অধিবাসীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই বিভিন্ন বস্তিতে গাদাগাদি করে থাকে। এক তৃতীয়াংশেরও বেশি মানুষ সুপেয় পানি বঞ্চিত। এ কারণে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
[৬] শুক্রবার পর্যন্ত আফ্রিকায় প্রায় ১৯ হাজার মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় এক হাজার মানুষ। সিএনএন
[৭] আলজেরিয়া, মিশর ও মরোক্কোতে সংক্রমণের হার বেশি। আলজেরিয়ায় এরই মধ্যে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে ২ হাজার। মারা গেছে ৪৮ জন। নাইজেরিয়ায় শুক্রবার পর্যন্ত ৪৪২ জন শনাক্ত হয়েছে; মারা গেছে ১৩ জন। দেশটির জনসংখ্যা ২০ কোটি।