শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেশের মোট জনসংখ্যার ৫ কোটি ৮০ লাখ মানুষই ১৮ বছরের কম বয়সী

সাইদ রিপন : [২] সম্প্রতি বিবিএস ও ইউনিসেফের করা মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯ প্রতিবেদন প্রকাশ করেছে। যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এমআইসিএস এর জন্য উপাত্ত সংগ্রহ করা হয় দেশজুড়ে দৈবচয়নের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬১ হাজার ২৪২টি পরিবারের সদস্যদের উপর জরিপ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ৬৪ জেলার পরিসংখ্যানগত নির্ভরযোগ্য উপাত্ত উঠে আসে। এছাড়া স্বাস্থ্য, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতাবিধি, শিক্ষা এবং শিশু সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে দেশের দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে বলে এমআইসিএস এ উঠে এসেছে।

[৩] বর্তমান বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৭০০ জন। জনসংখ্যার এ হিসেব অনুযায়ি প্রতি ১০ সেকেন্ডে এক জনের জন্ম হচ্ছে। এর পাশাপাশি প্রতি ১৪৪ সেকেন্ডে এক জনের মৃত্যু হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান বুরোর (বিবিএস) ‘পপুলেশন ক্লক’ থেকে এ তথ্য জানা গেছে।

[৪] বিশাল এ জনসংখ্যার মধ্যে দেশে গড় আকার ৪ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ প্রত্যেক খানায় গড়ে ৪ জনের বেশি জনসংখ্যা বাস করে। মোট জনসংখ্যার মধে গড়ে প্রজননের হার ২ দশমিক ৩ শতাংশ। তবে কিশোরীদের সন্তান জন্মদানের হার বেশি।

[৫] এ বিষয়ে বিবিএসের পরিচালক মাসুদ আলম বলেন, আমাদের জরিপের সেম্পল থেকে জনসংখ্যার প্রায় ৩৫ দশামক ৬ শতাংশ ১৮ বছরের নীচে রয়েছে। দেশের সব খানার জরিপ করলে এ হার কিছুটা কমতেও পারে আবার বাড়তেও পারে। উঠে দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সের নারীদের প্রজননের হার ২ দশমিক ৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়