শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রণে ভারতের কেরালা বিশ্বে মডেল, কিন্তু কিভাবে?

সিরাজুল ইসলাম: [২] চীনের উহান থেকে আসা এক মেডিকেল ছাত্রের শরীরে প্রথম এখানে ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে শনাক্ত এগারো হাজার। মারা গেছে ৪৪৮ জন। এখানে শনাক্ত ৩৮৭, মারা গেছে তিনজন।

[৩] রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, ২০১৮ সালে ‘নিপাহ’ ভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়। সেই অভিজ্ঞতা কাজে লাগান তারা। জানুয়ারির শেষদিকে উহানে আটকে পড়া কেরালাবাসীদের নিয়ে আসা প্রত্যেকের তাপমাত্রা মাপা হয় বিমানবন্দরে। সামান্য উপসর্গ থাকলেই হাসপাতালে পাঠানো হয়।

[৪] আলেপ্পোই শহরের বাসিন্দা পন্নুমোন চন্দ্র শেখর বলেন, অসুস্থতার লক্ষণ থাকলেই তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। অনেকে ভ্রমণের কথা লুকান। অসুস্থ হলে লালারস পরীক্ষায় করোনা ধরা পড়ে। সরকার বিপুল লোকবল লাগিয়ে তাদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে।

[৫] শনাক্ত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের খুঁজে বার করা রীতিমতো খড়ের গাদায় সূচ খোঁজার মতো ঘটনা। সেই দায়িত্ব একজন অফিসারকে দেয়া হয়েছে। আরও ১৭ জন বিশেষজ্ঞ নানা দায়িত্বে আছেন। যেমন ব্যক্তিগত সুরক্ষা পোশাক যোগাড়, মানসিক চাপে থাকাদের সামলানো ইত্যাদি।

[৬] মানুষও সচেতন হয়েছিলো। আনুষ্ঠানিক লকডাউনের আগে থেকেই কেরালায় সামাজিক দূরত্ব বজায় রাখা, রাস্তায় মানুষ কম বেরনো, বাস স্ট্যান্ডে সাবান আর জলের ব্যবস্থা করাও কাজে এসেছে। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়