শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডায় ত্রা‌ণের দা‌বি‌তে মি‌ছিল ছিলো পূর্বপরিকল্পিত, পরাজিত কাউন্সিলর প্রার্থী পিন্টু গ্রেপ্তার

সুজন কৈরী : [২] পিন্টুসহ অজ্ঞাত দুই থেকে তিনশ জনের বিরুদ্ধে মামলা করেছেন কাউন্সিলর শেখ সেলিম। এরপরই পরাজিত কাউন্সিলর প্রার্থী গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম সাংবা‌দিক‌দের ব‌লেন, গত ১৪ এপ্রিল সিটি করপোরেশনের পক্ষ থেকে ত্রাণ বিরতণকালে অনিয়মের অভিযোগ এ‌নে রাস্তা অবরোধ ক‌রে মি‌ছিল ও বিক্ষোভ করেন স্থানীয়রা। মিছিলকে পূর্বপরিকল্পিত অভিযোগ করে পিন্টু, আবুল বাশার, জজ মিয়া ও আলাউদ্দিন- এই চার জনের নাম উ‌ল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই/তিনশ জনের নামে মামলা করেন স্থানীয় কাউন্সিলর শেখ সেলিম। অভিযোগে বলেছেন, সেদিন ভাড়া করে লোক এ‌নে জনসমাবেশ ঘটানো হয়েছিলে।

[৪] ওসি জানান, গ্রেপ্তার গোলাম সারোয়ার পিন্টু দুই বার নির্বাচনে কাউন্সিলির প্রার্থী হি‌সে‌বে প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রে পরাজিত হন। তি‌নি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে র‌্যাবের হাতেও ধরা পড়েছিলেন। গ্রেপ্তা‌রের পর তা‌কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তা‌রের জন‌্য অভিযান চল‌ছে।

[৫] মামলার এজাহারে শেখ সেলিম উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল সকাল ১০ টার দিকে ২১, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর যথাক্রমে মাসুম গণি তাপস, জাহাঙ্গীর আলম ও শেখ সেলিম ত্রাণ বিতরণ করছিলেন। ত্রাণ বিতরণে অনিয়ম হওয়ার গুজব ছড়িয়ে সাধারণ জনগণকে ক্ষেপিয়ে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় রামপুরা-উত্তরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করানো হয়। এ ঘটনায় সরকার ও তার নিজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়