শিরোনাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় পরশুর মধ্যে প্রস্তুত হতে পারে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট

মাহমুদুল আলম : [২] করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে প্রস্তুত করা হচ্ছে। এরইমধ্যে বার্ন ইউনিটের রোগীদেরকে হাসপাতাল অঙ্গণে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা শুরু হয়েছে।

[৩] একাত্তর টিভিতে সরাসরি সম্প্রচারিত এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, আর মাত্র ৫০-৬০ জন রোগী স্থানান্তর করা বাকি আছে। আজকের মধ্যে এদের স্থানান্তর করা হয়ে গেলে আগামীকাল বা পরশুর মধ্যে বার্ন ইউনিট করোনা মোকাবেলার জন্য প্রস্তুত হতে পারে।

[৪] তবে এই উদ্যোগের বিরোধীতা করছেন সংশ্লিষ্টদের অনেকে। প্রতিবেদনে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বলা হয়েছে, ঢাকা মেডিকেলের মতো সাধারণ হাসপাতালে কোভিড-১৯ এর মতো বিশেষ রোগীদের রাখা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এতে এই ইউনিটের আশপাশের অন্যান্যা ইউনিটের চিকিৎসক, নার্সসহ সবাই এবং কোয়াটারে যারা থাকে তারা করোনার ঝুঁকিতে পড়তে পারে।

[৫] এই ইউনিটে বিদ্যমান ২০টি আইসিইউ কোভিড-১৯ মোকাবেলায় সহায়ক হবে বলেও সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়