শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেডিট কার্ডের বকেয়া বিলে চক্রবৃদ্ধি হারে সুদ নয়

সমকাল : [২] করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডে বকেয়া বিলের ওপর চক্রবৃদ্ধি হারে সুদ আরোপে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে যারা বিল দেননি তাদের শুধু অপরিশোধিত অংশ দিতে হবে। ইতিমধ্যে কোনো ব্যাংক চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে থাকলে গ্রাহককে তাও ফেরত দিতে বলা হয়েছে।

[৩] বুধবার এ নির্দেশনা দেওয়া হয়। এর আগের এক নির্দেশনায় ক্রেডিট কার্ডের বকেয়া বিলের ওপর কোনো ধরনের জরিমানা না নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

[৪] সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যেসব ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ ১৫ মার্চ বা তার পরে সেসব কার্ডের বিল যথাসময়ে পরিশোধ না করলে কোনো ধরনের বিলম্ব ফি, দণ্ড সুদ বা অতিরিক্ত অন্য কোনো চার্জ বা ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো-কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডেও বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। ক্রেডিট কার্ডেও বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হাওর সুদ আরোপ না করার নির্দেশ দেওয়া হলো। ইতিমধ্যে যেসব ব্যাংক সুদ আদায় করেছে তা ফেরত বা সমন্বয়ের নির্দেশ দেওয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়