সমকাল : [২] করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডে বকেয়া বিলের ওপর চক্রবৃদ্ধি হারে সুদ আরোপে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে যারা বিল দেননি তাদের শুধু অপরিশোধিত অংশ দিতে হবে। ইতিমধ্যে কোনো ব্যাংক চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে থাকলে গ্রাহককে তাও ফেরত দিতে বলা হয়েছে।
[৩] বুধবার এ নির্দেশনা দেওয়া হয়। এর আগের এক নির্দেশনায় ক্রেডিট কার্ডের বকেয়া বিলের ওপর কোনো ধরনের জরিমানা না নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
[৪] সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যেসব ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ ১৫ মার্চ বা তার পরে সেসব কার্ডের বিল যথাসময়ে পরিশোধ না করলে কোনো ধরনের বিলম্ব ফি, দণ্ড সুদ বা অতিরিক্ত অন্য কোনো চার্জ বা ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো-কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডেও বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। ক্রেডিট কার্ডেও বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হাওর সুদ আরোপ না করার নির্দেশ দেওয়া হলো। ইতিমধ্যে যেসব ব্যাংক সুদ আদায় করেছে তা ফেরত বা সমন্বয়ের নির্দেশ দেওয়া হলো।