শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সাথে পাল্লা দিয়ে চাল চুরির উৎসবে পিছিয়ে নেই কাপাসিয়া, মোট- আক্রান্ত-৩৩

কাপাসিয়া প্রতিনিধি : [২] করোনায় আক্রান্ত উপজেলা গুলোর মধ্যে এগিয়ে গাজীপুরের কাপাসিয়ায় বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩।

[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আবদুস সালাম সরকার জানান, আক্রান্তের মধ্যে “ছোয়া এগ্রো ফিড মিল লিমিটেড” নামক কারখানার শ্রমিকের সংখ্যাই বেশি।

[৪] এছাড়া কড়িহাতা ইউনিয়নের রামপুর, গুটিয়া ইউনিয়নে খিরাটি, বাড়িষাব ইউনিয়নে ভেরারচালা গ্রামে রয়েছে। তবে আক্রান্তদের সকলের ঠিকানা আমরা এখনো পাইনি। অপরদিকে চাল নিয়ে কেলেঙ্কারিতেও পিছিয়ে নেই কাপাসিয়া এ যেন চুরির মহা উৎসব। তারই প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে হেনেস্থ হচ্ছেন সাংবাদিকরা। বসে নেই প্রশাসন চাল চুরি এবং সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় নিয়েছেন পৃথক পৃথক ব্যাবস্থা।

[৫] খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে বিক্রির চালের বস্তা ফুটা করে কৌশলে চাল কম দেওয়ার সময় ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে এক ডিলার ও তার সহযোগিরা আনন্দ টি.ভি’র স্থানীয় সাংবাদিকের উপর হামলা চালায়।

[৬] এ ঘটনায় থানায় মামলা করলে চালের ডিলার বড়পুশিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ সরকার ও তার সহযোগী খোদাদিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আল-আমিন আহমেদ, ভাকোয়াদী গ্রামের জাহিদ সিকদারের ছেলে মাসুদ সিকদার ও নিরঞ্জন দাসের ছেলে সগর দাস কে গ্রেফতার করে থানা পুলিশ।

[৭] কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানায়, এ ঘটনায় মামলা হয়েছে ৪ জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

[৮] অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারের ‘মা এন্টারপ্রাইজের’ স্বত্তাধিকারী ও.এম.এস ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন ১০ টাকা কেজির চাল বিক্রিতে ওজনে কারচুপির অপরাধে ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারসিপ বাতিল করা হয়েছে।

[৯] উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিলকিছ বেগম মহিলা মেম্বারকে ৬বস্তা চাল আত্বস্বাতের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের জেল দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যেখানেই অনিয়মের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান সেখানেই ব্যাবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়