লাইজুল ইসলাশ : [২] সকালে বাড্ডা এলাকার লিংকরোডে বিক্ষোভে নামে খেটে খাওয়া শতশত মানুষ। সেখানকার কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না এমন অভিযোগে এই বিক্ষোভ শুরু করেন তারা।
[৩] এসময় বিক্ষোভকারীরা দাবি করেন, কাউন্সিলর তাদের ত্রাণ দিচ্ছে না। সোনাবাহিনীর মাধ্যমে ত্রান দেওয়ারও দাবি করেন এই বিক্ষোভকারীরা। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে বিক্ষোভ দেখান তারা।
[৪] বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, আবার কেউ রিকশাচালক।