শিরোনাম
◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের ২৫টি দেশকে করোনা মোকাবিলায় আইএমএফের ঋণ মঞ্জুর

ইমরুল শাহেদ : [২] করোনা মহামারী মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিশ্বের ২৫টি গরীব দেশের জন্য সুদ মুক্ত সহায়তা ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। ইয়ন, ইন্ডিয়া টুডে

[৩] আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী ছয় মাসের মধ্যে যাতে আইএমএফের ঋণের দায়বদ্ধতা এড়াতে পারে তা বিবেচনায় রেখেই আমাদের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। তাতে দেশগুলো প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে চিকিৎসা ও অন্যান্য ত্রাণ সহায়তা দ্রæত সামাল দিতে পারবে।’

[৪] আইএমএফ যে ঋণ সহায়তা মঞ্জুর করেছে তা আফ্রিকার কিছু দরিদ্র দেশ ছাড়াও আফগানিস্তান, ইয়েমেন, নেপাল এবং হাইতি পাবে।

[৫] এই ঋণের অর্থ বিশ্ব ব্যাংক ও আইএমএফ যৌথভাবে ২০২১ সালের ১ মে থেকে জুন পর্যন্ত ধনী দেশগুলোর কাছে ফেরত না চাইতে অনুরোধ জানিয়েছে। তবে ঋণ ফেরতের সময় সীমা আরো দুই বছর বাড়তে পারে।

[৬] এই ঋণ সহায়তা আইএমএফের ক্যাটেস্ট্রপিক কনটেইনমেন্ট এ্যান্ড রিলিফ ট্রাস্ট (সিসিআরটি) থেকে দেওয়া হবে। এই তহবিল গঠন করা হয়েছে ২০১৫ সালে আফ্রিকার ইবোলা মহামারী মোকাবিলার জন্য। এখন দরিদ্র দেশগুলোর কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।

[৭] এই তহবিলে বর্তমানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে। এই অর্থ প্রদান করেছে চীন, জাপান, ব্রিটেন ও নেদারল্যান্ডস। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এই অর্থ থেকে ২১৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ২৫ দেশকে। এছাড়া আইএমএফ চেষ্টা করছে এই তহবিলকে ১.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়