শিরোনাম
◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হেেছ : গ্যালান্ট ◈ এখন যারা দূর্নীতি করছে, তারা কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের  ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ◈ রাজধানীর ইসলামবাগে ছয় তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি, সঙ্গে ডেপুটি গভর্নর ◈ গণমাধ্যম নিরপেক্ষ নয়, তাই সংবাদ সম্মেলন করি না: নরেন্দ্র মোদি  ◈ আরও দুই দিনের হিট অ্যালার্ট ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের ২৫টি দেশকে করোনা মোকাবিলায় আইএমএফের ঋণ মঞ্জুর

ইমরুল শাহেদ : [২] করোনা মহামারী মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিশ্বের ২৫টি গরীব দেশের জন্য সুদ মুক্ত সহায়তা ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। ইয়ন, ইন্ডিয়া টুডে

[৩] আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী ছয় মাসের মধ্যে যাতে আইএমএফের ঋণের দায়বদ্ধতা এড়াতে পারে তা বিবেচনায় রেখেই আমাদের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। তাতে দেশগুলো প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে চিকিৎসা ও অন্যান্য ত্রাণ সহায়তা দ্রæত সামাল দিতে পারবে।’

[৪] আইএমএফ যে ঋণ সহায়তা মঞ্জুর করেছে তা আফ্রিকার কিছু দরিদ্র দেশ ছাড়াও আফগানিস্তান, ইয়েমেন, নেপাল এবং হাইতি পাবে।

[৫] এই ঋণের অর্থ বিশ্ব ব্যাংক ও আইএমএফ যৌথভাবে ২০২১ সালের ১ মে থেকে জুন পর্যন্ত ধনী দেশগুলোর কাছে ফেরত না চাইতে অনুরোধ জানিয়েছে। তবে ঋণ ফেরতের সময় সীমা আরো দুই বছর বাড়তে পারে।

[৬] এই ঋণ সহায়তা আইএমএফের ক্যাটেস্ট্রপিক কনটেইনমেন্ট এ্যান্ড রিলিফ ট্রাস্ট (সিসিআরটি) থেকে দেওয়া হবে। এই তহবিল গঠন করা হয়েছে ২০১৫ সালে আফ্রিকার ইবোলা মহামারী মোকাবিলার জন্য। এখন দরিদ্র দেশগুলোর কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।

[৭] এই তহবিলে বর্তমানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে। এই অর্থ প্রদান করেছে চীন, জাপান, ব্রিটেন ও নেদারল্যান্ডস। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এই অর্থ থেকে ২১৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ২৫ দেশকে। এছাড়া আইএমএফ চেষ্টা করছে এই তহবিলকে ১.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়