বগুড়া প্রতিনিধি : [২] জেলার সোনাতলা ও শিবগঞ্জের পরে এবার নন্দীগ্রামে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার দায়ে উপজেলা আওয়ামী লীগ সম্পাদকসহ দুই নেতাকে আটক করা করেছে র্যাব।
[৩] শনিবার রাত ১১টায় র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
[৪] আটককৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।
[৫] জানা যায়, শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বাড়ি তল্লশি করে ৫৮ বস্তা এবং শিমলা বাজার গোডাউনে তল্লশি চালিয়ে আরো ১১০ বস্তা চাল উদ্ধার করে।
[৬] পরে র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে। স্বীকারোক্তিতে বলে, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছেন তারা।
[৮] র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত দুইজনসহ ডিলারের নামে মামলা দায়ের করা হবে।সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার