শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) করোনা পরিস্থিততে ফের রোহিঙ্গা অনুপ্রবেশেরে চেষ্টা, সীমান্তে কঠোর নজরধারী

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: (২)কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে কিছু সংখ্যক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবরে সীমান্তে কঠোর নজরধারী করছে বিজিবি।

(৩) বিজিবি’র সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়ার সাথে সাথে সীমান্তে কঠোর নজরধারী শুরু করা হয়। কোন অবস্থায় নতুন করে রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না।

(৪) উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ বলেন, রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে আমাদের অবহিত করে, বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে আমার এলাকায় বেশ কয়েকটি মসজিদের মাইকিং করে এই বিষয়ে সর্তক করা হয়েছে।

[৫] তিনি আরও বলেন, মধ্যরাতে কিছু মানুষজন  নিয়ে সীমান্তের পাইশাখ্যালি নামক এলাকায় অবস্থান করি। ওপারের প্যারাবনের ভেতরে বেশকিছু মানুষের গুঞ্জন শোনা যায়। তবে আমরা সর্তক অবস্থানে রয়েছি। করোনাভাইরাস নিয়ে এমন দুর্যোগ অবস্থায় নতুন করে কোনও রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না। অপেক্ষায় থাকা লোকগুলোর মধ্যে করোনা আক্রান্ত রোহিঙ্গা রয়েছে বলেও শুনেছি।

(৬) কক্সবাজার বিজিবি ৩৪ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, তিনি নিজেই সীমান্ত এলাকা ঘুরে এসেছেন।এপর্যন্ত কোন প্রকার অনুপ্রবেশ হয়নি। যে সীমান্তের কথা বলা হচ্ছে ওখানে একটি বড় খাল রয়েছে। এ খাল অতিক্রম করে অনুপ্রবেশ কষ্ঠকর। তবুও বিজিবি সর্তক রয়েছে। নতুন করে কোনও অবৈধ অনুপ্রবেশ করতে দেয়া হবে না। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়