ইসমাঈল হুসাইন ইমু : [২] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ওই পুলিশ সদস্যকে মাদারীপুর সদর হাসপাতালে, এরপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসা প্রদান করা হয়।
[৩] পরে অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। করোনা সন্দেহ দূরীকরণের জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং উক্ত রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া যায়।
[৪] সোহেল রানা বলেন, ওই পুলিশ সদস্যের মৃত্য নিয়ে প্রথম আলো ‘কুর্মিটোলা হাসপাতালে ডায়াবেটিস-কিডনি জটিলতায় পুলিশ সদস্যের মৃত্যু’ শিরোনামে রিপোর্ট করলে অনেকের মনে সন্দেহ-সংশয়ের উদ্রেক হয়। যথাযথ প্রক্রিয়ায় ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে উক্ত মৃত পুলিশ সদস্যের দাফন প্রক্রিয়া চলমান।