মাসুদ আলম : [২] বুধবার বিকেলে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড়ময়দানে অটোবাইক সমিতির নিবন্ধনকৃত সদস্যদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
[৩] এ সময় জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
[৪] ইকবালুর রহিম এমপি বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে চালকরা তাদের কাজ করতে পারছেন না। জাতীয় উপার্জন কমে গেছে। তাছাড়া ৯ এপ্রিল থেকে দিনাজপুর শহরে ইজিবাইক চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। আমাদের সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না।