শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় জাতিসংঘের শিশু তহবিল ও একটি দাতব্য প্রতিষ্ঠানে ১০ লাখ ডলার দিলেন নেইমার

এল আর বাদল : [২] কোভিড-১৯ মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফ্রান্সের পিএসজি ক্লাবের এই তারকা এই ফরোয়ার্ড দিয়েছেন ১০ লাখ ডলার।

[৩] কঠিন এই পরিস্থিতিতে নিজ দেশকে সহায়তায় এই অর্থ দিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের টেলিভিশন এসবিটি। মোটা অঙ্কের এই অর্থের কিছু পরিমাণ দেওয়া হবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে। বাকিটা দেওয়া হবে নেইমারের বন্ধু ব্রাজিলিয়ান টিভি উপস্থাপক লুসিয়ানো হাক পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানে।

[৪] এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের প্রেস অফিস। আমরা এই সহায়তা বা এর পরিমাণ নিয়ে কখনই কথা বলবো না।-রিও টাইমস

[৫] এ ব্যাপারে নেইমার তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের পদাঙ্ক অনুসরণ করলেন । গত মাসে করোনাভাইরাস মোকাবিলায় নিজ দেশকে সহায়তায় ফরাসি তারকা এমবাপে মোটা অঙ্কের অর্থ দান করেন সংবাদমাধ্যমে খবর আসে। কিন্তু অর্থের পরিমাণ নিয়ে এমবাপের কোনো মন্তব্য জানা যায়নি।

[৬] করোনার কারণে রিও ডি জেনেরিওতে সমস্যায় পড়া অসহায় মানুষদের সাহায্যার্থে নিজ উদ্যোগে তহবিল সংগ্রহে নেমেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নেইমারের বন্ধু হাক। তাতে সহায়তা দিচ্ছেন দেশটির নামি-দামি অনেক ফুটবলার।

[৭] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই প্যারিস ছেড়ে নিজ দেশ ব্রাজিলে চলে আসেন নেইমার। রিও’র পাশে মানগারাতিবাতে বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন তিনি।- দ্য ডেইলি ফলহা ইন্টারন্যাশনাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়