শাহনাজ বেগম : [২] করোনার বিস্তার ঠেকাতে, ভাইরাস শনাক্তকরণ এবং জনস্বাস্থ্যের উন্নতিতে এ তহবিল অনুমোদন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্বব্যাংক। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম), জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি)ও ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এটি পরিচালনা করবে এবং দেশটির সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সহায়তা করবে। এনডিটিভি, দ্য ইকোনোমিক টাইমস, লাইভ মিন্ট
[২] ভারতে ১ দিনে ২৩৫ জন করোনা আক্রান্ত হলে এ সংখ্যা বেড়ে শুক্রবার দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৩ জন। মারা গেছেন ৫৩ জন।
[৩] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যেহেতু দিল্লির জমায়েতে যোগ দেয়া ব্যক্তিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন, ফলে আক্রান্তের সংখ্যাটা বাড়তে পারে। এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া
[৪] দিল্লির নিজামু্িদ্দন মসজিদে যোগ দেয়া ২২ জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ধর্মীয় সমাবেশে জড়ো হওয়া ২ সহস্রাধিক লোকের মধ্যে ৩শ’ জনের করোনা শনাক্ত এবং ১০ জন মারা গেছেন। বাকিদের সন্ধানে নেমেছে সিআইডি।