শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আইলিনের স্কার্ফ এখন টরন্টোয় করোনা প্রতিরোধ আন্দোলনের প্রতীক

সওগাত আলী সাগর : টরন্টোর চিফ মেডিকেল অফিসার ড. আইলিন প্রতিদিনই সাংবাদিক সম্মেলনে করোনাভাইরাসে টরন্টো সিটির পরিস্থিতি তুলে ধরেন। অত্যন্ত সপ্রতিভ এবং সম্মানিত এই চিকিৎসকের গলায় প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের, নতুন নতুন রঙের স্কার্ফ থাকে। তার ব্রিফিং শুনতে প্রতিদিন টেলিভিশনের সামনে হাজির হওয়া নাগরিকদের চোখ এড়ায় না সেই স্কার্ফ কেউ একজন আইলিনের নামের শেষাংশ ব্যবহার করে ‘উৎ. ফব ঠরষষধ’ং ংপধৎভ’ বলে একটি টুইট করেন টুইটারে। টুইটে ড. আইলিনের নানা ডিজাইনের স্কার্ফের প্রশংসা করেন তিনি। পরের দিনই গ্লোবাল নিউজের রিপোর্টার সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করে বসেন, ড, আইলিন, তোমার কতোগুলো স্কার্ফ আছে? আমি ঠিক জানি না। অনেক, অনেক। পটাপট উত্তর দেন তিনি। পর মুহূর্তেই পাল্টা প্রশ্ন করেন, তোমার কী বিশেষ কোনো পছন্দ বা ডিজাইন আছে যেটা আমার সংগ্রহে নিই। কিংবা বিশেষ কোনো পছন্দ যা তুমি দেখতে চাও। রিপোর্টার তার জবাব দেননি।
টলিভিশনে লাইভ ইন্টারভিউটা দেখছিলেন টরন্টো র‌্যাপটরস এর তারকা খেলোয়াড় সারজেই ইবাকা। স্কার্ফ নিয়ে প্রশ্নোত্তর পর্বটুকুও তার চোখ এড়ায়নি। আকাশ সমান জনপ্রিয় এই তারকা ড. আইলিনের সঙ্গে কথা বলতে চাইলেন। র‌্যাপটরসের টিম আর ড. আইলিনের টিমের মধ্যে কথাবার্তা হয় ফেসটাইমে। করোনারোধে ‘ঘরে থাকো’র প্রচারণায় নেমে যায় র‌্যাপটরস। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেন সারজেই। ‘ঘরে থাকো, গলায় স্কার্ফ পরো’। ব্যাস ভক্তরা হুমড়ি খেয়ে পরে স্কার্ফের দিকে। ড. আইলিনের স্কার্ফ এখন টরন্টোয় করোনা প্রতিরোধ আন্দোলনের প্রতীক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়