মেহেরুবা শহীদ: [২] মার্কিন নৌ-বাহিনীর থিওডোর রুজভেল্ট রণতরীতে আটকা পড়াদের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৭০ জন। সিএনএন
[৩] রণতরীতে অবস্থানরত সবাইকে বাঁচানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরকে চিঠি লিখে ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বলেন, যেহেতু আমরা এখন যুদ্ধ করছি না তাই নাবিকদের মৃত্যুর প্রয়োজন নেই। ইয়ন
[৪] পরমাণুশক্তি চালিত যুদ্ধজাহাজটিতে নেই কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনের ব্যবস্থা। নেই আইসিইউ, চিকিৎসা সেবা, সরঞ্জাম ও ভেন্টিলেটর। নেই পর্যাপ্ত আলাদা ঘরেরও ব্যবস্থা। ফলে এখানে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করা অসম্ভব। এখন সঠিক সিদ্ধান্তের অভাবে প্রাণ হারাতে পারেন এই সেনারা। তাই সেনাদের দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সিনএন
[৫] তবে এই রণতরীর ক্রুরা কিভাবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। এনডিটিভি