শিরোনাম
◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

আব্দুম মুনিব : [২] কুষ্টিয়ার কুমারখালীতে ছোটদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধে বড়দের মধ্যে সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। উপজেলার পাহাড়পুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বকুল আলী (৫৫) নেহাদ আলী (৬০)। তারা পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে। প্রথমআলো. সমকাল

[৩] সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

[৪] স্থানীয় বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদ জানান, সোমবার বিকেলে দক্ষিণ পাহাড়পুর গ্রামের ইউসুফ আলীর ছেলে রাজুর সঙ্গে একই গ্রামের বাবুল শেখের ছেলে ইসতাক আহম্মেদ তুলন ও উল্লাস এবং মোক্তার আলীর ছেলে নাহিদের ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে ইসতাক আহম্মেদ তুলন তার ছোট ভাই উল্লাস এবং নাহিদকে আটক করে বাঁধ বাজার ক্যাম্পে নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে আটক তিনজনকে তাদের অভিভাবকদের কাছে ছেড়ে দেওয়া হয়। পরে তারা গ্রামের ফিরে সংঘর্ষে জড়ায়।

[৫] তবে যাদের ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের অভিভাবকদের অভিযোগ, স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদ ও টু আইসি গৌতম কুমার টাকার বিনিময়ে সামন্য ঘটনায় তিনজনকে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারপিট করেন এবং ১০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। পরে ঘটনাটি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই সহদোর নিহত হন।

[৭] এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পুলিশ ক্যাম্পের দুই কর্মকর্তার কারণেই দক্ষিণ পাহাড়পুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এতে দুইজন নিহতসহ পাঁচজন আহত হয়েছেন।

[৮] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার, ‘বকুল ও নেহাত নামের দুই ব্যক্তিকে সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা সারা শরীরে কোপানোর চিহৃ আছে। হাসপাতালে আসার আগে এ দুইজন মারা যান।

[৯] কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ক্রিকেট খেলা নিয়ে সোমবার স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আপন দুই ভাই নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বর করার চেষ্টা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়