শিমুল মাহমুদ: [২] শেখ হাসিনা বলেন, আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালু রাখতে হবে। কারণ পণ্য তৈরি করতে হবে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় ৪ তারিখের পর ছুটি সীমিত করব। ওই সময় সবাইকে আটকাব না, কিছু জায়গা খুলে দেয়া হবে। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো চালু থাকবে।
[৩] প্রধানমন্ত্রী বলেন, ৯ তারিখ পর্যন্ত এই ছুটিটা সীমিত আকারে আমাদের বাড়াতে হবে। সেটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য সেখানে আমরা চিন্তা-ভাবনা করে বলব কোন কোন ক্ষেত্রে আমরা সেটা ছাড় দেব, চালু রাখা দরকার।
[৪] মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।