শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে জ্বর থাকায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারীকে রাস্তায় ফেলে যায় স্বজনরা

ডেস্ক রিপোর্ট : [২] স্বামী পরিত্যক্তা মানসিক ভারসম্যহীন ওই নারীর নাম রেনিস বেগম মালা (৪২)। তিনি রাঙ্গাবালী উপজেলার উনিশ নম্বর গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের মেয়ে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এরপর ওই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত তিনি খোলা আকাশের নিচে সময় কাটান। জাস্টনিউজ, সমকাল

[৩] মালার স্বজনরা জানিয়েছেন, শরীরে জ¦র থাকায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হয়। এরপর কোনো বোনের বাড়িতেই মাথা গোজার ঠাঁই হয়নি মালার। এমনকি ভাইয়ের ঘরেও তার থাকার জায়গা হয়নি। এ কারণে আতঙ্কে তাকে ঘর থেকে বের করে দেয়া হয়।

[৪] এ ব্যাপারে সৎ ভাই মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, মালা ঢাকার উত্তর মুগদাপাড়ায় থাকতো। এক সপ্তাহ আগে রাঙ্গাবালী এসে বোনের বাড়িতে ওঠে। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে। এখানে এসে জ্বরে পড়ে মালা। করোনাভাইরাসের ভয়ে সেখান থেকে তাকে পাঠিয়ে দেয় আরেক বোনের বাড়িতে।

[৫] ওই বাড়িতে যাওয়ার পর আমার ভাগ্নে করোনার ভয়ে তাকে রাস্তার ওপর রেখে চলে যায়। খবর পেয়ে আমি গিয়ে তাকে আমার বাড়িতে আনতে চেয়েছিলাম। কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি। আমার বাড়িওয়ালা করোনাভাইরাসের ভয়ে তার বাড়িতে উঠাতে দেয়নি।

[৬] গতকাল সকালে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মদ জানান, তিনি মালার সৎ ভাই জসিম উদ্দিন হাওলাদারকে খবর দিয়ে আনেন এবং তার হাতে মালাকে তুলে দেন। মালা বর্তমানে তার হেফাজতে রয়েছে।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ঘটনাটি শুনে মালাকে উদ্ধার করে তার খাবারের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়