শিরোনাম
◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সামাজিক দূরত্বের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য হলেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : [২] নিজের অবস্থান পরিবর্তন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্বের সময়সীমা আরো ৩০ দিন বৃদ্ধি করলেন। অথচ দিন কয়েক আগে ট্রাম্প বলেছিলেন তিন সপ্তাহের মধ্যে ইস্টারের ছুটির পর লোকজনকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বিষয়টিকে ট্রাম্পের মার্কিন জনগণের প্রতি চরম উদাসীনতা বলে দেখা হচ্ছে। সিএনএন

[৩] দিন পনেরো আগে প্রথম যখন সামাজিক দূরত্বের জন্যে সময় সীমা বেঁধে দেন মি: ট্রাম্প তখন তাকে অনেকটা নির্ভার মনে হলেও এখন তার চেহারায় রীতিমত দুশ্চিন্তার ছাপ স্পষ্ট যা টিভিক্যামেরায় আড়াল করা সম্ভব হচ্ছে না। আরটি

[৪] ট্রাম্প এখন তার নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যত ভালভাবে সামাজিক দূরত্ব মেনে চলবেন তত তাড়াতাড়ি এই দুঃস্বপ্নটি শেষ হবে।

[৫] ট্রাম্প যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এটি পরিস্কার হয়ে যাবে কত মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। ফক্সনিউজ

[৬] ট্রাম্প বলেন আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে মার্কিন অর্থনীতির পুরুরুদ্ধার শুরু হবে। অনেক মহৎ উদ্যোগ বাস্তবায়িত হবে। স্বাভাবিক জীবন ফিরে আসবে। আমি চাই আমাদের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।

[৭] সামাজিক দূরত্ব বিধিতে যুক্তরাষ্ট্রে ১০ জনের বেশি মানুষের এক না হওয়া, বৃদ্ধদের বাসায় অবস্থান করার কথাও বলা হলেও আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে এবং লক্ষাধিক মানুষ মারা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়