শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসে খেলা বন্ধ থাকায় খুশি ভারতীয় কোচ রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক-ঘরোয়া সকল সিরিজ-টুর্নামেন্ট স্থগিত। খেলাধুলা না থাকায় পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা। সেই সাথে বিশ্রাম নেয়ার সুযোগও হয়েছে তাদের। তবে এই বাধ্যতামূলক বিশ্রামকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।

[৩] তিনি বলেন, করোনাভাইরাসের কারণে গোটা দেশ গৃহবন্দি। তাই এই সময়টাই নিজেদের নতুন করে সতেজ করে তোলার সুযোগ পেল খেলোয়াড়রা। এই বিশ্রাম খারাপ নয়। কারণ নিউজিল্যান্ড সফরের শেষের দিকে মানসিক অবসন্নতা, শারীরিক সমস্যা এবং চোটের প্রবণতা বাড়ছিল।-জি নিউজ

[৪] গত ওয়ানডে বিশ্বকাপের পর ১০-১১ দিন বিশ্রামে থাকার সুযোগ পেয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘদিন পর আবারো বিশ্রামে সুযোগ হলো তাদের। করোনাভাইরাসের কারণে বাধ্য হয়েই গৃহবন্দি সকলে। এই ভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। শাস্ত্রীর মতে, ক্রিকেটাররা এই সময়ে নতুন করে নিজেদের উদ্দ্যম ফিরে পাবেন। বিশেষত নিউজিল্যান্ড সফরে টানা খেলতে হয় ভারতকে। ওই সফরে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলে ভারত। -কলকাতা টোয়েন্টি ফোর

[৫] শাস্ত্রী বলেন, গত দশ মাসে আমরা যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তা শুরু থেকেই চাপ সৃষ্টি করেছিল। আমি এবং সাপোর্ট স্টাফের কয়েকজন ও আমরা ২৩ মে ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য ভারত ছেড়েছিলাম। এরপর থেকে আমরা বাড়িতে ১০-১১ দিনের জন্য থাকতে পেরেছিলাম। কিছু নির্দিষ্ট খেলোয়াড় রয়েছে যারা তিন ফরম্যাটেই খেলেন। তাই আপনি বুঝতেই পারছেন যে এটি তাদের উপর কতটা চাপ তৈরি করে। বিশেষত, মাঠ থেকে টি-টোয়েন্টি, টেস্ট ম্যাচ ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সাথে ভ্রমণ সবই ছিল।

[৬] বিশ্বকাপের পরে, ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় ভারত। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ এবং নিউজিল্যান্ড সফর কওে ভারত। শাস্ত্রী বলেন, 'কঠিন সময় ছিল তবে খেলোয়াড়দের জন্য এটি স্বাগত বিশ্রাম।,খেলোয়াড় হিসেবে আপনার অনেক দায়বদ্ধতা রয়েছে। এ কারণে এই বার্তাটি পরিস্কার যে, ক্রিকেট এখন সবার মনের মধ্যে শেষ হওয়া উচিত।

[৭] আমার মনে হয়, নিরাপদে থাকাটা এখন সবচেয়ে বেশি জরুরি। পাশাপাশি অন্যের সুরক্ষাও নিশ্চিত করা। সকলের মধ্যে সচেনতা সৃষ্টি করা। বিরাট কোহলিরসহ অনেক খেলোয়াড়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেনতামূলক বার্তা দিয়েছে। তারা জানে, এটি খুবই মারাত্মক কিছু এবং কিছু সময়ের জন্য ক্রিকেট ধরে রাখতে পারে।-আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়