মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] সারা বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি-বেসরকারী অফিস বন্ধ। তবে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোটর্স ওয়্যার। আর এ কারনেই কোম্পানীতে কর্মরত ৬ হাজার পোষাক শ্রমিক রয়েছেন করোনা ঝুকিতে।
[২] রোববার কুমিল্লা ইপিজেডের কদেনা স্পোটর্স ওয়্যার কোম্পানীর অর্ধশত শ্রমিক নাম না প্রকাশের শর্তে জানান,একদিকে চাকরী অন্যদিকে জীবন ঝুকিতে। আমরা কি করবো বুঝতেছি না। জিন চিন ও বারধীর শ্রমিকদের আন্দোলনের মুখে কোম্পানী ছুটি ঘোষনা করে। কেবল আমরা যারা কাদেনা স্পোটর্স ওয়্যার কোম্পানীতে চাকরী করি তাদের বেলায় কোন ছুটি দেয়া হয় নি।
[৩] কাদেনা স্পোটর্স ওয়্যারের পরিচালক আবদুল মাজেদ জানান, আমরা বেপজা থেকে কোম্পানী বন্ধের কোন সিদ্ধান্ত পাইনি। এর বেশী কিছু বলতে পারবো না।
[৪] কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, কোম্পানী বন্ধের বিষয়ে অথরিটি হলো বেপজা। আমরা আইনশৃংখলা পরিস্থিতি দেখবো। সম্পাদনা: জেরিন আহমেদ