শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন থাকুন, সরকার ও চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন, বললেন মাহবুব-উল-আলম হানিফ

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, সারা বিশ্ব গভীর সংকট এবং বিপর্যয়ের মুখে। গোটা মানবজাতি করোনা ভাইরাসে আক্রান্তগ্রস্থ। মানব জীবন আজকে বিপন্ন। ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাস মানবদেহে ১৪ দিন পর্যন্ত এক দেহ থেকে অন্য দেহে সক্রামন হতে পারে। এক ব্যক্তি একাধিকবার আক্রান্ত হতে পারে। এখন পর্যন্ত এ ভাইরাসের ঔষুধ বেরহয়নি। তাই এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় সামাজিক দ্রুত্ব বজায় রাখা। সেই জন্য সবার প্রয়োজন ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে দুরে থাকা।  এমনকি পরিবারের সদস্য থেকেও নিজেকে দুরে রাখতে হবে। একে অন্যকে দুরে রাখার চেষ্টা করতে হবে।

[৪] হানিফ বলেন, সম্প্রতি একজন ব্যক্তির দেহে ভাইরাস পাওয়া গেছে, তিনি সুস্থ ও সবল। এতে প্রমাণিত হয়েছে, আমি বা আপনি কেউ নিশ্চিত নই, যে আমাদের দেহে ভাইরাস নেই। সেকারণেই আমাদের একমাত্র করনীয় ঘরে থাকা। ঘরে থাকা। সেই সঙ্গে অন্যের সংস্পর্শ থেকে দুরে থাকা। এই দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। সব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সামর্থের সবটুকু দিয়েই এই দুর্যোগ মেকাবিলা করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর কণ্যার ওপর আস্থা ও ভরসা রাখুন।

[৫] তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অসীম সাহসের সঙ্গে এই ভাইরাস মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ। আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন। আমি নিজেও ঘরে আছি। সরকারি নির্দেশনা মেনে চলুন। সামর্থ অনুযায়ী দরিদ্র্যদের সহায়তা করুন।

[৬] রোবাবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়