শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় জ্বর সর্দিতে একজনের মৃত্যু সন্দেহ করোনা ভাইরাস!

বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহে জ্বর সর্দিতে একজনের মৃত্যু, সন্দেহ করোনা ভাইরাস। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সকাল ৮টার সময় শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহে মাসুদ রানা (৪৬) নামের একজনের অস্বাভিক মৃত্যু হয়েছে। তার পিতার নাম কোরবান শেখ। কাহালু উপজেলার মুরইল গ্রামে। মৃত্যুর বিষয়টি তার স্ত্রী সাজেদা বেগম প্রথমে টের পায়।

[৩] প্রশাসন সূত্রে আরও জানা যায়, ঢাকা কাশেম বাজারে মশার কয়েলের ব্যবসার করতো মাসুদ রানা। সে ঢাকা থেকে গত ২৪.০৩.২০২০ ইং তারিখে ভোর ৬.৩০ মিনিটে উপজেলার দাড়িদহে ভাড়া বাসায় তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানের কাছে আসেন। সে দাড়িদহের জিল্লুরের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকে। তাহার স্ত্রী সাজেদা বেগম (৩৪) টিএমএসএস দাড়িদহ শাখা অফিসে চাকুরি করে। তাহাদের একটি কন্যা সন্তান রহিয়াছে। তাহার নাম মিস মই (৮)। মাসুদ রানা গত ২৪ তারিখে ভাড়া বাসায় আসার পর দাড়িদহ বাজারে প্রয়োজনীয় কাঁচা বাজার করে চা খেয়ে ভাড়া বাড়িতে যাওয়ার পর সে আর বাহিরে বের হয় নাই। তাহার অসুস্থতা বুঝতে পেরে স্ত্রী সাজেদা বেগম মেয়েসহ আলাদা ঘড়ে থাকতো। তার স্ত্রী গতরাত ১২টা পর্যন্ত স্বামী মাসুদ রানার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

[৪] জানতে চাইলে তাহার স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামী মাসুদ রানার সর্দি, কাশি ও জ্বর ছিলো। আজ সকাল ৯.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি শামিম সরেজমিনে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জ সার্কেলের এএসপি কুদরাত-ই-খুদা শুভ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শক করেন।

[৫] এ বিষয়টি কেন্দ্র করে দাড়িদহ বন্দরে ঐ বাড়ির আশপাশের ১৫টি বাড়িতে ৭ দিনের লক ডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মৃত্যু ব্যক্তির আলামত সংগ্রহ করে ঢাকা আইডিসিআর এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ দাফন নিয়ে ধুম্্রজালের সৃষ্টি হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়