শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিপিই ব্যবহার করা, করোনা চিকিৎসা বিষয়ে আড়াই তিন মাসে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে কি

ডা. ইকবাল আনোয়ার : বড়ই বিনীতভাবে কয়েকটি প্রশ্ন, যারা কেন্দ্রে মনিটরিংয়ে জড়িত পরম সম্মানিতদের কাছে, করোনা প্রসঙ্গে। চলুন আমরা এ প্রশ্নগুলোর উত্তর চাই। আসা করি সন্তুষ্ট হবো। আপনারা ফ্রন্ট লাইন যোদ্ধা। আপনাদের কাজের প্রসংশা করার ভাষা নেই। জাতি আপনাদের কাছে ঋণি। দিনরাত প্রচুর পরিশ্রম করে চলেছেন আপনারা এবং জাতিকে দিক নিদর্শনা দিয়ে যাচ্ছেন। আশ্বস্ত করছেন। ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা জয়ী হবো। প্রশ্নগুলো হলো : ১. আড়াই তিন মাস কালের প্রস্তুতি পর্বে কোনো কিটস, পিপিই সামগ্রী কেনা বা আনার প্রস্তাবনা উঠেছিলো কিনা, কেনা হয়েছে কিনা? আনলে কয়টি। না আনলে আগে মজুদ ছিলো হয়তো। তা কয়টি।
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ধরনের প্রটেকশন নিয়ে একজন চিকিৎসককে/সেবা কর্মীকে রোগী অ্যাটেন্ড করতে পরামর্শ দিয়েছেন। সে কোয়ালিটির পিপিই আমাদের আছে কিনা। কয়টি আছে? না থাকলে বা সে গাইড লাইন না মানলে আমাদের নিজস্ব গাইড লাইন আছে কিনা?
৩. পিপিই ব্যবহার করা, করোনা চিকিৎসা করার বিষয়ে আড়াই তিন মাসে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে কিনা? দেওয়া হলে কোথায় ও কতোজন। বর্তমানে নিশ্চয়ই চলছে। আমি জেনেছি যে সুন্দর একটি মডিউল প্রকাশিত হয়েছে। কেননা এটি নতুন একটি রোগ। অবশ্যই ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি যুদ্ধ ক্ষেত্রে একজন সৈনিককে যেভাবে প্রস্তুত করা হয় তার চেয়ে কোনো অংশে কম নয়।
৪. এ আড়াই তিন মাসে করোনা চিকিৎসায় আলাদা কোনো হাসপাতাল নির্মাণ বা কোনো স্থাপনাকে হাসপাতালের মতো বানানো হয়েছে কিনা। ও কতো বেডের। সেখানে আইসোলেশন ব্যবস্থা আছে কিনা? আইসিউ আছে কিনা? কয়টি। আমরা জাানি এ সব রোগী চিকিৎসায় নেগেটিভ প্রেসার কক্ষ প্রয়োজন। কেননা এটি (জানা যায় এখন) এয়ার বর্ন ডিজিজও। অথবা নেগেটিভ প্রেসার কক্ষ লাগবে না বলে আপনাদের তরফ থেকে কোনো যুক্তি আছে কিনা? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়