শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে জনসচেতনতা বাড়ানো, করোনা প্রতিরোধ সামগ্রী ও শ্রমজীবী মানুষের পাশে আওয়ামী লীগ

সমীরণ রায় : [২] প্রাণঘাতি করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ২৭ হাজারের বেশি মানুষ বিশ্বে মারা গেছেন। বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৮জন। সুস্থ হয়েছেন ১৫ ও মারা গেছেন ৫জন। এই সংকট মোকাবেলায় দেশের সরকারি-বেসরকারি অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা ও জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়নে সশস্ত্র বাহিনীসহ সরকারের সব সংস্থা কাজ করছে। এরই প্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটির হাইকমাণ্ড।

[৩] আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতায় কাজ করছেন। একই সঙ্গে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যাণ্ড গ্লাভস এবং কোথাও কোথাও পিপিই বিতরণ করছে দলটি। পাশাপাশি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও শহর পর্যায়ে সাম্প্রতিক সময়ে বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করছেন।

[৪] এছাড়াও পরামর্শ নিতে নম্বরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি সব ধরনের গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে দলটি।

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। তিনি বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও এই ক্রান্তিলগ্নে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ১৭ মার্চ থেকেই করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, ও হ্যাণ্ড গ্লাভস বিতরণ করছি। এই কার্যক্রম করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সারাদেশব্যাপি চলবে।

[৭] আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দলের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় লিফলেটসহ অন্যান্য সামগ্রী জেলা-উপজেলা পর্যায়ে বিতরণ করা হচ্ছে।
আওয়ামী লীগের দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও অসহায়, দুঃস্থ ও শ্রমজীবী মানুষকে সাহায্যে করছি। এছাড়া এই প্রাদুর্ভাব চলাকালীন সময়ে সরকারিভাবে যে সহায়তা দেওয়া হবে, তাতে দলের নেতারা সমন্বয় করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়