শিমুল মাহমুদ : [২] শুক্রবার এক বিবৃতিতে ২৫ মাস পর খালেদার মুক্তিকে স্বাগত জানান ইইউর বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র ভার্জিনি বাট্টু-হেনরিকসন।
[৩] বিবৃতিতে তিনি বলেন, ইইউ, মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে বারবার দাবি জানিয়ে আসছিলেন। গত দুই বছর জেলে থাকার কারণে খালেদার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এখন তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন বলে আমরা আশা করি।
[৪] বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে জোর সহায়তার বিষয়টি পুনর্ব্যাক্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে করোনাভাইরাস চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও প্রকাশ করেন ইইউ মুখপাত্র হেনরিকসন ।