শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০০টি দরিদ্র পরিবারকে এক লাখ রুপি অনুদান দেয়ায় সমালোচনার মুখে মহেন্দ্র সিং ধোনি

এল আর বাদল : [২] করোনা মোকাবেলায় মানবিক ধোনি। দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এসে সাবেক ভারতীয় অধিনায়ক দিয়েছেন এক লাখ রুপির অনুদান। কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। ৮০০ কোটি রুপি মূল্যের সম্পত্তির মালিকানা যার, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ। এনিয়ে ধোনিকে তুলোধুনো করলেন নেটিজেনরা।

[৩] করোনা মোকাবিলায় পুনের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ রুপি তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। করোনা মোকাবেলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সবাই। কিন্তু মাত্র এক লাখ রুপি দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা।

[৪] টুইটারে একজন লিখেছেন, মহেন্দ্র সিং ধোনির সম্পদের মূল্য প্রায় ৮০০ কোটি রুপি। তিনি বড় অঙ্কের অনুদান দিয়েছেন, এক লাখ রুপি!!

[৫] আরেকজন লিখেছেন, কোভিড-১৯ সংকট মোকাবেলায় ১০০টি দরিদ্র পরিবারকে সহায়তা করতে ধোনি এক লাখ রুপি অনুদান দিয়েছেন। তার সম্পদের মূল্য কিন্তু ৮০০ কোটি রুপি!!

[৬] প্রসঙ্গত করোনা মোকাবেলায় ৫০ লাখ রুপি অনুদান তুলে দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ রুপি মূল্যের চাল তুলে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়